রোনালদোর রেকর্ড গড়া রাতে হার ম্যানইউর

ক্রিশ্চিয়ানো রোনালদো, ভক্তরা আদর করে ডাকেন সিআর সেভেন। ক্যারিয়ারের সায়াহ্নে এসে আবারও পা রাখলেন পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। প্রিমিয়র লিগের মতো চ্যাম্পিয়ন্স লিগেও তার পুরনো দলের হয়ে ‘ঘর ওয়াপসিটা’ গোলের মধ্য দিয়ে রেকর্ড গড়ে রোনালদো উদযাপন করলেও কাঙ্খিত জয় এল না চ্যাম্পিয়ন্স লিগে। রোনালদো, ভারানে, স্যারচোদের দলে নেওয়ার পরও ইয়ং বয়েজ ক্লাবের কাছে ১-২ গোলের ব্যবধানে হার স্বীকার করতে হল ম্যানইউকে।

মঙ্গলবার রাতে ম্যাচের প্রথমার্ধে মাত্র ১৩ মিনিটের মাথায় রোনালদোর করা গোলে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না ম্যানচেস্টার ইউনাইটেডের। সুইস ক্লাব ইয়ং বয়েজের বিপক্ষে মাঠে নামলেই চ্যাম্পিয়ন্স লিগে ১৭৭ ম্যাচ খেলা হত পর্তুগিজ তারকার।

যে রেকর্ডটি দখলে রয়েছে তার সাবেক সতীর্থ, রিয়াল মাদ্রিদ ও এফসি পোর্তোর সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের। ইয়ং বয়েজের বিপক্ষে ম্যাচে প্রথম একাদশে নাম ওঠার পর ক্যাসিয়াসের সেই রেকর্ড স্পর্শ করলেন রোনালদো। ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতায় তিনিও খেলে ফেললেন ১৭৭টি ম্যাচ।

ম্যাচের ১৩তম মিনিটে স্বদেশি ব্রুনো ফার্নান্দেজের সহায়তায় ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনে রোনালদো ম্যানইউকে ১-০ ব্যবধানে এগিয়ে দিলেও ৬৬ মিনিটে গোল শোধ করেন ইয়ং বয়েজের ক্যামেরুনিয়ান উইঙ্গার নিকোলাস এনগামালেউ।

রুদ্ধশ্বাস ম্যাচের একদম শেষ মূহুর্তে গোল করে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার জর্ডান সিবাতচু রোনালদোর প্রত্যাবর্তনকে স্মরনীয় হতে দিলেন না।

ইউনাইটেডের ইংলিশ রাইটব্যাক অ্যারন ওয়ান-বিসাকা ৩৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ইংলিশ মিডফিল্ডার জেসে লিনগার্ডকে ম্যাচের ৭২ মিনিটে রোনালদোর পরিবর্তে নামান কোচ। ম্যাচের একদম শেষ মূহুর্তে লিনগার্ডের এক ভুল ব্যাকপাসের সুযোগ নিয়েই জয়সূচক গোলটা করেন সিবাতচু!

Rent for add

সর্বশেষ নিউজ

for rent