বাসস : ৩০ আগস্ট ২০২১, সোমবার, ২২:৫২:২৯
ম্যানচেষ্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের তৃতীয় ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে। একই সাথে কোচ হিসেবে প্রিমিয়ার লিগে নিজের শততম ম্যাচের রেকর্ড স্পর্শ করলেন কোচ ওলে গানার সুলশার। গতরাতে ম্যান ইউ ১-০ গোলে হারায় উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে। ৮০ মিনিটে জয়সূচক গোল করেন ম্যাসন গ্রিনউড।
এই জয়ে প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লো ম্যান ইউ। এই নিয়ে টানা ২৮টি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকলো ম্যান ইউ। ১৮টি জয় ও ১০টিতে ড্র করেছে তারা। এত দিন এ রেকর্ডটি ছিল আর্সেনালের দখলে। ২০০৩ সালের এপ্রিল থেকে ২০০৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা ২৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি এতোদিন দখলে রেখেছিল আর্সেনাল।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছিল ম্যান ইউ। কিন্তু গোলের দেখা পায়নি। ম্যাচে গোলের জন্য ৮০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের।
পল পগবার পাসে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের জালে শট নিয়েছিলেন গ্রিনউড। সেই শট প্রতিপক্ষের গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ালে ১-০ ব্যাধানে এগিয়ে যায় ম্যান ইউ।
এরপর ম্যাচের বাকী সময়ে আর কোন গোল না হলে একই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান ইউ। ৩ ম্যাচে ২ জয় ও একটি ড্রতে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠেছে ম্যান ইউ।
দিনের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার ১-০ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। এই জয়ে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা।
Rent for add