বার্সার কষ্টার্জিত জয়

স্প্যানিশ ফুটবল লিগে নিজেদের তৃতীয় ম্যাচে কষ্টার্জিত জয়ের স্বাদ পেয়েছে লিওনেল মেসির সাবেক ক্লাব বার্সেলোনা। গতরাতে নিজেদের মাঠে বার্সা ২-১ গোলে হারায় গেটাফেকে। প্রথম ম্যাচ জয়ের পর নিজেদের দ্বিতীয় খেলায় ড্র করেছিল বার্সা।

জয়ের ধারায় ফিরতে ক্যাম্প’ন্যুতে খেলতে নেমে শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয় মিনিটেই গোল করেন সার্জি রর্বাতো। বাঁ-প্রান্ত দিয়ে বল নিয়ে রর্বাতোকে পাস দেন জর্ডি আলবা। বল পেয়ে একজনকে কাটিয়ে গোলের আনন্দে মাতেন রর্বাতো।

ম্যাচ শুরুর ৯৬ সেকেন্ডের গোলে দ্রুততম গোলের নজির গড়েন রর্বাতো। গত ছয় বছরে লা-লিগায় বার্সেলোনার হোম ম্যাচে রর্বাতোর গোলটি দ্রুততম। ২০১৫ সালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৫৪ সেকেন্ডে গোল করেছিলেন উরুগুয়ের লুইস সুয়ারেজ।

অবশ্য রর্বাতোর গোলে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সেলোনা। ১৮ মিনিটে ম্যাচে সমতা আনে গেটাফে। ১৮ মিনিটে কার্লোস আলেনার সাথে ওয়ান-টু-ওয়ান পাসে ডি-বক্সে বল নিয়ে প্রবেশ করে গোল করেন সান্দ্রো রামিরেস। এই গোলে ম্যাচে সমতা আনে গেটাফে।

ম্যাচের এই সমতাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। আবারো ম্যাচে এগিয়ে যায় বার্সেলোনা। এবার গোলটি করেন মেমফিস ডিপে। মাঝমাঠ থেকে বল পেয়ে প্রতিপক্ষের বিপদ সীমানায় প্রবেশ করেন মেমফিস। বল নিয়ে ক্ষিপ্র গতিতে গোলে পরিণত হয়। মেমপিসের গোলে ২-১ গোলে এগিয়ে যায় বার্সেলোনা।

এই ব্যবধান শেষ পর্যন্ত ধরে রেখে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে ৩ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে টেবিলের চতুর্থস্থানে বার্সেলোনা।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent