বাসস : ২৯ আগস্ট ২০২১, রবিবার, ২০:৩৯:৩২
ডিফেন্ডার ডানি কারভাহালের একমাত্র গোলে শনিবার রিয়াল বেটিসকে ১-০ গোলে পরাজিত করে লা লিগা টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সেভিয়ার মাঠে ম্যাচের ৬১ মিনিটে জয়সূচক গোল করেন কারভাহাল। সেভিয়া ও ভ্যালেন্সিয়াকে গোল ব্যবধানে পিছনে ফেলে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে রিয়াল এখন টেবিলের শীর্ষে।
আগের দুই ম্যাচ দুটি ড্র নিয়ে মৌসুমে এখনো জয়ের দেখা পায়নি বেটিস। ম্যাচের শুরু থেকেই দুই দল দারুণ বিপদজনক ছিল। সাত মিনিটে মাদ্রিদ ডিফেন্ডার এডার মিলিটাওয়ের একটি শট দূঢ়তার সাথে রুখে দেন বেটিস গোলরক্ষক রুই সিলভা। এর কিছুক্ষণ পরেই নাবিল ফেকিরের দুর পাল্লার শট আটকে দেন থিবো কোর্তোয়া।
৫৩ মিনিটেন করিম বেনজেমা মাদ্রিদকে এগিয়ে দিলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। কিন্তু ৬১ মিনিটে কারভাহাল আর কোন ভুল করেনি। বেনজেমার ক্রস থেকে রাইট-ব্যাক কারভাহাল ডেডলক ভাঙ্গেন। মাদ্রিদ সেন্টার-ব্যাক ডেভিড আলাবা বেটিসকে প্রায় সমতাসূচক গোল উপহার দিয়ে দিয়েছিলেন। কিন্তু সৌভাগ্যক্রমে তিনি আত্মঘাতি গোলের লজ্জা থেকে দলকে রক্ষা করেন। বদলী হিসেবে ম্যাচে শেষভাগে মাঠে নেমেছিলেন এডেন হ্যাজার্ড।
এদিন ইউসেফ এন-নেসরির হেডে এলচের সাথে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে সেভিয়া। এর ফলে জুলেন লোপেতেগুয়ের দল তিন ম্যাচে অপরাজিত থেকে সাত পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মাদ্রিদের থেকে পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।
মরোক্কান ফরোয়ার্ড এন-নেসরি বিরতির ঠিক আগে মৌসুমের দ্বিতীয় গোল করে দলকে সেভিয়াকে সমতায় ফেরান। এর আগে ডিফেন্ডার এনজো রোকোর ১১ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক এলচে।
অপর ম্যাচগুলোতে ১৯ বছর বয়সী অ্যাটাকার অ্যান্ডর বারেনেটজিয়ার গোলে লেভান্তেকে ১-০ গোলে পরাজিত করেছে রিয়াল সোসিয়েদাদ। ঠিক একই ব্যবধানে সেল্টা ভিগোর বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে অ্যাথলেটিক বিলবাও।
Rent for add