অ্যাথলেটিকো মাদ্রিদে ব্রাজিলিয়ান স্ট্রাইকার

বুন্দেসলিগা ক্লাব হার্থা বার্লিন থেকে পাঁচ বছরের চুক্তিতে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার মাথিয়াস কুনহা। উভয় ক্লাবের পক্ষ থেকে চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২২ বছর বয়সী এই তরুণ স্ট্রাইকারকে নিতে অ্যাথলেটিকো ট্রান্সফার ফি বাবদ ৩০ মিলিয়ন ইউরো ব্যয় করেছে। জার্মান প্রতিদ্বন্দ্বী আরবি লিপজিগ থেকে হার্থায় যোগ দেবার পর গত ১৮ মাসে ৪০ ম্যাচ কুনহা ১৩ গোল করেছেন।

হার্থার স্পোর্টিং ডিরেক্টর ফ্রেডি ববিচ বলেছেন, নতুন চ্যালেঞ্জ ও স্পেনের চ্যাম্পিয়ন্স লিগে ক্লাবে খেলার ইচ্ছা থেকেই কুনহা দলবদল করেছেন।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent