কিংসকে বিদায় করে এএফসি কাপের নকআউট পর্বে মোহনবাগান


বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে বিদায় করে এএফসি কাপের নকআউট পর্বে উঠেছে ভারতের মোহনবাগান। মঙ্গলবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত বাঁচা-মরার লড়াইয়ে বসুন্ধরা কিংস ১-১ গোলে মোহনবাগানের বিপক্ষে ড্র করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মোহনবাগান। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ বাংলাদেশের কিংস। কোন ম্যাচ না হেরেই মালদ্বীপ থেকে ভগ্নহৃদয়ে ঢাকায় ফিরছেন অস্কার ব্রুজোন।

আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে উঠতে কিংসের প্রয়োজন ছিল জয়। ২৮ মিনিটে ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ দর্শণীয় এক গোল করে জয়ের স্বপ্নও দেখিয়েছিলেন বাংলদেশের ফুটবলামোদীদের। কিন্তু গোলটা ধরে রাখতে পারেনি তারা। ৬২ মিনিটে মোহনবাগানের অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামস গোল করে ম্যাচে সমতা আনেন। ১-১ গোলে ড্র করে নকআউট পর্বে উঠে যায় ভারতীয় ক্লাবটি।

প্রথমার্ধের শেষ দিকে লালকার্ড দেখেন বসুন্ধরা কিংসের সুশান্ত ত্রিপুরা। বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় বাংলাদেশের ক্লাবটিকে। মোহনবাগান পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে সর্বশক্তি প্রয়োগ করে শেষ পর্যন্ত সফল দল হিসেবে গ্রুপ মিশন শেষ করে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent