শেখ রাসেলের বড় জয়


বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাবেক চ্যাম্পিয়নরা ৫-১ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে।

শেখ রাসেলের ৫ গোলের দুটি করেছেন নাইজেরিয়ান অবি মনেকে, দুটি কিরগিজস্তানের বখতিয়ার। অন্য গোলটি রুমন হোসেনের। উত্তর বারিধারার গোলদাতা সুমন রেজা।

দুই ম্যাচ হাতে থাকা শেখ রাসেলের পয়েন্ট ৩৩। তাদের সামনে টেবিলের ষষ্ঠ স্থানে থাকা সাইফ স্পোর্টিং ক্লাবের পয়েন্ট ৩৬।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent