বাদল রায়ের পরিবারকে ফ্ল্যাট উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী


প্রয়াত তারকা ফুটবলার বাদল রায়ের পরিবারকে একটি ফ্ল্যাট ও ২৫ লাখ টাকা উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৭ সালে বাদল রায় স্ট্রোক করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করানোর ব্যবস্থা করেছিলেন।

এই তারকা ফুটবলার গত বছর ২২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বঙ্গবন্ধুরকন্যা বাদল রায়ের চিকিৎসার সময়ে তার পাশে দাঁড়িয়েছিলেন, মৃত্যুর পর তার পরিবারের পাশেও দাঁড়ালেন।

প্রধানমন্ত্রীর উপহার প্রসঙ্গে বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় বলেন,’আমি ও আমার পরিবার তাঁর কাছে চিরকৃতজ্ঞ। তিনি বাদলের জন্য যা করেছেন এবং এখন করলেন তাতে প্রমান হলো তিনি আমাদের মাথার ওপরই আছেন। তিনি যে উপহার দিচ্ছেন এটা আমাদের জন্য বিরাট সম্মানের।’

প্রধানমন্ত্রীর এই উপহার পেতে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বাদল রায়ের স্ত্রী বলেন,’সহায়তার জন্য আবেদন করা হয়েছিল তা আমি জানতাম না। একদিন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন করে বলা হলো একটি আবেদন জমা পড়েছে। কিন্তু সেখানে আপানর ন্যাশনাল আইডি কার্ড নেই। আমাকে সেটা পাঠিয়ে দিতে বলেছিলেন। আমি দিয়েছি। কয়েকদিন পর আবার ফোন করে জানানো হয়েছে বরাদ্দ অনুমোদন হওয়ার কথা। যারা উদ্যোগ নিয়েছিলেন তাদের জানাই ধন্যবাদ।’

বাদল রায় ছাড়া আরো কয়েকজন ফুটবলার ও সংগঠককেও অর্থ সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে স্বাধীন বাংলা ফুটবল দলের সুভাস সাহাকে ৩০ লাখ (স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য হিসেবে ২৫ লাখ ও চিকৎসা বাবদ ৫ লাখ), জাতীয় দলের সাবেক অধিনায়ক সহিদ উদ্দিন সেলিমকে চিকিৎসার জন্য ১০ লাখ, সাবেক ফুটবলার আজমতকে ১০ লাখ এবং সংগঠক সাব্বির হোসেনকে ৫ লাখ টাকা সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent