মালদ্বীপের ক্লাবকে হারিয়ে ঐতিহাসিক জয় বসুন্ধরা কিংসের

বিদেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বসুন্ধরা কিংস। বুধবার রাতে মালদ্বীপের মালের রাসমি ধান্দু স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটি ২-০ গোলে হারিয়েছে স্বাকতিক মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে।

এএফসি কাপে অভিষেক ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল মালদ্বীপরে ক্লাব টিসি স্পোর্টকে। এবার বিদেশের মাটিতে দারণ এক জয়।

আর্জেন্টাইন রাউলকে অস্কার বেসেরাকে আটকাতে গিয়ে দুর থেকে গোলরক্ষকের উদ্দেশ্যে শট নিয়েছিলেন স্বাগতিক দলের মোহামেদ ইরুফান। বিপদমুক্ত করতে নেয়া তার দুর থেকে নেয়া শট জালে জড়িয়ে যায় গোলরক্ষকের উপর দিয়ে। ম্যাচের বয়স তখন ২৫ মিনিট।

৪০ মিনিটে মাজিয়ার অধিনায়কের কাছ থেকে বল কেড়ে নিয়ে জোরালো শটে জাল কাঁপান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দি সিলভা রবিনহো। বাকি সময়েও বাংলাদেশের ক্লাবটি বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল। কিন্তু ব্যবধান আর বাড়াতে পারেনি। ২-০ গোলের জয় নিয়েই হোটেলে ফিরেছে অস্কার ব্রুজনের দল।

বসুন্ধরা কিংসের পরের ম্যাচ ২১ সেপ্টেম্বর ভারতের বেঙ্গালুরু এফসির বিপক্ষে। বেঙ্গালুরু বুধবার বিকেলে ২-০ গোলে হেরেছে ভারতেরই আরেক দল মোহনবাগানের কাছে।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent