এশিয়ান কাপ বাছাইয়ে সাবিনাদের প্রথম প্রতিপক্ষ জর্ডান

এএফসি নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচগুলো সেপ্টেম্বরে নিরপেক্ষ ভেন্যু উজবেকিস্তানে হবে তা আগেই নিশ্চিত করেছিল এএফসি। অপেক্ষা ছিল কবে কোন দলের বিপক্ষে ম্যাচ তা জানার। বুধবার বাছাইয়ের ‘জি’ গ্রুপের ফিকশ্চার চূড়ান্ত করেছে এএফসি। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৯ সেপ্টেম্বর জর্ডানের বিপক্ষে।

গ্রুপের অন্য দেশ ইরান। এই দলটির বিপক্ষে বাংলাদেশ খেলবে ২২ সেপ্টেম্বর। জর্ডান ও ইরানের ম্যাচ দিয়ে গ্রুপের খেলা শেষ হবে ২৫ সেপ্টেম্বর। এই গ্রুপের ম্যাচগুলো হওয়ার কথা ছিল সিলেটে। করোনাভাইরাসের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশকে গ্রুপ পর্বের স্বাগতিক হওয়ার সুযোগ না দিয়ে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল এএফসি।

উজবেকিস্তান যাওয়ার আগে সাবিনারা নেপালে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। বাফুফের প্রস্তাবে নেপাল ইতিমধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে। তবে ঠিক কবে ম্যাচ দুটি হবে তা এখনো ঠিক হয়নি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent