নিজস্ব প্রতিবেদক : ১৬ আগস্ট ২০২১, সোমবার, ২০:০৭:২১
বাংলাদেশ প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়ার দৌড়ে আরেক ধাপ এগিয়ে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাবেক চ্যাম্পিয়নরা ২-১ গোলে পুলিশ ফুটবল ক্লাবে হারিয়েছে।
২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুই আবাহনীর সঙ্গেই ব্যবধান বাড়িয়ে নিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আবাহনী ও চট্টগ্রাম আবাহনী দুই দলেরই পয়েন্ট ২১ ম্যাচে ৪০ করে।
পুলিশের বিপক্ষে তাদের জয়ে সৌভাগ্যের পরশও ছিল। পুলিশ আগে এগিয়ে গিয়েও কপাল পুড়িয়েছে আত্মঘাতী গোল খেয়ে। ১৯ মিনিটে কিরগিজস্তানের আহমেদের গোলে এগিয়ে যায় পুলিশ। কিন্তু চার মিনিট পর ডিফেন্ডার জাহাঙ্গীর আলম সজীব নিজেদের জালে বল পাঠিয়ে দিলে সর্বনাশ হয় পুলিশের। ম্যাচে ফিরে আসে শেখ জামাল।
৩৮ মিনিটে গাম্বিয়ান সুলেইমান সিল্লাহ গোল করে এগিয়ে দেন শেখ জামালকে। ওই ব্যবধান ধরে রেখে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।
Rent for add