নিজস্ব প্রতিবেদক : ১৩ আগস্ট ২০২১, শুক্রবার, ২৩:০৫:৩১
বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন ভেস্তে যাওয়ার পর আবাহনীর টার্গেট ছিল রানার্সআপ হয়ে এএফসি কাপের প্লে-অফের টিকিট নিশ্চিত করা। আকাশী-হলুদদের সেই লক্ষ্য পূরণ হওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীকে ৩-২ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। সাইফের নাইজেরিয়ান খেলোয়াড় কেনেথ ইকেচুকু করেছেন ২ গোল। অন্য গোলটি করেছেন আরেক নাইজেরিয়ান জন ওকোলি। আবাহনীর গোল করেছেন জুয়েল রানা ও হাইতির বেলফোর্ট।
এই হারে রানার্সআপ হওয়ার দৌড়ে থাকা আবাহনীর জন্য আরেকটি ধাক্কা। জিতলে শেখ জামালকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠতে পারতো ৬ বারের চ্যাম্পিয়নরা। হেরে তিনেই থাকল আপাতত।
দারুণ এই জয়ে সাইফ স্পোর্টিং ক্লাব নিজেদের রানার্সআপ রেসে ফিরিয়ে আনলো। আবাহনীর পয়েন্ট ২১ ম্যাচে ৪০, সাইফের ২০ ম্যাচে ৩৫।
Rent for add