নিজস্ব প্রতিবেদক : ১৩ আগস্ট ২০২১, শুক্রবার, ২২:৫৯:০৮
অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত সেপ্টেম্বরের উইন্ডোটা ভালোভাবেই কাজে লাগাতে পারছে বাংলাদেশ। এই উইন্ডোতে ফিফা ফ্রেন্ডলি খেলতে জাতীয় ফুটবল দল পাঠানো হচ্ছে কিরগিজস্তান। সেখানে ফিলিস্তিন, কিরগিজস্তান ও স্বাগতিক অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।
শুক্রবার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির জরুরী সভায় ফ্রেন্ডলি ম্যাচ, সাফ চ্যাম্পিয়নশিপ, অনূর্ধ্ব-২৩ দলের খেলা নিয়ে আলোচনা হয়েছে। সভা শেষে কমিটির চেয়ারম্যান বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘কিরগিজস্তান গিয়ে সেখানে ৫ সেপ্টেম্বর ফিলিস্তিনের বিপক্ষে, ৭ সেপ্টেম্বর কিরগিজস্তানের বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর স্বাগতিক অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।’
কিরগিজস্তান থেকে ফিরে জাতীয় দল শুরু করবে সাফ চ্যাম্পিয়নশিপ। অক্টোবরে অনুষ্ঠিতব্য ৫ দেশের এই টুর্নামেন্টে বাংলাদেশ এবার ভালো করবে বলে আশা কাজী নাবিল আহমেদের। তিনি বলেন, ‘এবার যেহেতু রাউন্ড রবিন লিগ ভিত্তিতে খেলা, আমরা সবার সঙ্গেই খেলব। আমি আশা করি, এবার সাফে ভালো করব।’
৩১ আগস্ট বা ১ সেপ্টেম্বর জাতীয় ফুটবল দল নিয়ে কিরগিজস্তান যাবেন কোচ জেমি ডে।
Rent for add