নিজস্ব প্রতিবেদক : ১০ আগস্ট ২০২১, মঙ্গলবার, ১৮:৪৫:০৮
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়ে গেছে বসুন্ধরা কিংস। এখন লিগের আকর্ষণ বলতে রানার্সআপ হওয়ার লড়াই। শেখ জামাল, আবাহনীর সঙ্গে সে লড়াইয়ে আছে মোহামেডান, চট্টগ্রাম, শেখ রাসেল ও সাইফ স্পোর্টিংও। বলা যায় রানার্সআপ হওয়ার লড়াইটা বেশ ভালোই জমবে।
মঙ্গলবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচে জয় পেয়েছে মোহামেডান। সাদাকালোরা ২-০ গোলে ব্রাদার্সকে হারিয়ে উঠে গেছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। রানার্সআপ হওয়ার দৌড়ে তাদের সামনে কেবল আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
মোহামেডান গোল দিয়ে ধরে রাখতে পারেনি আগের ম্যাচে। পুলিশের বিপক্ষে জিতলে অবস্থানটা আরো মজবুত থাকতো সাদাকালোদের। তবে দুর্বল ব্রাদার্স এগিয়ে যাওয়া মোহামেডানকে রুখতে পারেনি। দুই অর্ধে দুই গোল করে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরেছে শেন লিনের দল।
৪১ মিনিটে সোলেমান দিয়াবাতের কাছ থেকে বল পেয়ে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন শাহেদ হোসেন মিয়া। দিয়াবাতে নিজে গোল করে ব্যবধান দ্বিগুণ করেছেন ৮৩ মিনিটে।
২০ ম্যাচে ৩৬ পয়েন্ট মোহামেডানের। তাদের সামনে থাকা শেখ জামালের ১৯ ম্যাচে ৩৯ এবং আবাহনীর ২০ ম্যাচে ৪০। পেছনে থাকা চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ১৯ ম্যাচে ৩৪।
Rent for add