নিজস্ব প্রতিবেদক : ৯ আগস্ট ২০২১, সোমবার, ১৯:১২:৪৪
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও সফিকুল ইসলাম মানিকের মধ্যে এ মৌসুমের সম্পর্ক শেষ। লিগ শেষ না হতেই কোচকে চাকরিচ্যুত করেছে প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিনরা।
প্রধান কোচ ছাড়া শেখ জামাল খেলতে নেমে সোমবার ২-০ গোলে হেরেছে বসুন্ধরা কিংসের কাছে। জামালের হারে শিরোপাও নিশ্চিত হয়ে যায় কিংসের। গুরুত্বপূর্ণ ম্যাচটির তিন ঘন্টা আগে মানিককে ক্লাব থেকে ফোন করে মাঠে না যেতে বলা হয়।
এ বিষয়ে মানিক গণমাধ্যমকে বলেছেন ‘আমি এ বিষয়ে আমি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো মঙ্গলবার সংবাদ সম্মেলন করে। এতটুকু বলব-বাসা থেকে মাঠে রওনা দিতেই ফোন পেয়ে বিস্মিত হয়েছি। ক্লাব থেকে একজন কর্মকর্তা ফোন করে জানাল, মাঠে যেতে হবে না। আমার চিঠি আছে, বাসায় পাঠাবে কি না। আমি বলেছি, চিঠি ক্লাবেই থাক। সংগ্রহ করে নেব। যে কারণে চিঠিতে কি আছে বলতে পারব না।’
Rent for add