নিজস্ব প্রতিবেদক : ৬ আগস্ট ২০২১, শুক্রবার, ১৮:৫৯:১১
আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যেকার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ড্র হয়েছে। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী ২ গোলে পিছিয়ে পড়েও ২-২ গোলে ম্যাচ ড্র করেছে।
প্রথমার্ধে ২-০ গোলে এগিযে থেকেও আবাহনীকে হারাতে পারেনি জামাল। সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনী দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফিরে আসে।
৩১ মিনিটে গাম্বিয়ান পল ওমর জোবে এগিয়ে দেন শেখ জামালকে। আরেক গাম্বিয়ান সলোমন কিং কনফার্ম ব্যবধান দ্বিগুন করেন বিরতির বাঁশির আগে। আবাহনী দ্বিতীয়ার্ধের চড়াও হয়ে খেলে। ৫২ মিনিটে ব্যবধান কমান তাদের নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে।
৮৮ মিনিটে সানডের ক্রসে ম্যাচে সমতা আনেন হাইতিয়ান ফরোয়র্ড বেলফোর্ট। তার আগে পেনাল্টি পেয়েছিল আবাহনী। সানডের শট রুখে দেন শেখ জামালের গোলরক্ষক সামিউল ইসলাম মাসুম।
১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে শেখ জামাল। এক ম্যাচ বেশি খেলা আবাহনী ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে।
Rent for add