শামসুল আলম আনুর মৃত্যুতে বাফুফের শোক


বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির সদস্যা, দক্ষিণ এশিয়ান টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক, ওয়ারী ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য শামসুল আলম আনু ৩১ জুলাই শনিবার ভোর সাড়ে ৫ টায় উত্তরার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৭৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শামসুল আলম আনুর মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি, সহসভাপতিবৃন্দ, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীগণ আন্তরিক শোক প্রকাশ এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent