নিজস্ব ডেস্ক : ৩১ জুলাই ২০২১, শনিবার, ১৯:৪৭:০২
হাড্ডাহাড্ডি লড়াই হলো। ১২০ মিনিটেও ম্যাচের ফল বের করা গেল না। অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে জাপান আর নিউজিল্যান্ডের গোলশূন্য লড়াইটি গড়াল টাইব্রেকারে।
আর সেই টাইব্রেকার ভাগ্যে জয় পেল জাপান। ৪-২ ব্যবধানের জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে নাম লিখিয়েছে স্বাগতিকরা।
ম্যাচে বল পজিশনে নিউজিল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও (৫১ ভাগ) আক্রমণে বেশ দাপট ছিল জাপানের। নিউজিল্যান্ডের ৮টির বিপরীতে ২১টি শট নেয় স্বাগতিকরা, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে।
কিন্তু এমন মুহূর্মুহু আক্রমণ শানিয়েও গোলের দেখা পায়নি জাপান। বরং সুযোগ বুঝে প্রতি আক্রমণ করে নিউজিল্যান্ডও। ৮ শটের মধ্যে ৩টি ছিল তাদের লক্ষ্যে।
৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানেও কোনো দল গোলমুখ খুলতে পারেনি। ফলে টাইব্রেকারেই নিষ্পত্তি হয়েছে রোমাঞ্চকর লড়াইটির।
Rent for add