নিজস্ব প্রতিবেদক : ২৮ জুলাই ২০২১, বুধবার, ১৩:১৪:৫১
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়, কোচ এবং বাফুফের হেড অব এলিট ইয়ুথ মোস্তফা আনোয়ার পারভেজের ৫ বছরের ছেলে রাহিল শাহারিয়ার।
তিন-চারদিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা চলছিল পারভেজ বাবুর ছেলের। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে আইসিউতে নেয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি তাকে।
মঙ্গলবার রাতেই রাহিল শাহরিয়ারের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে টাঙ্গাইলে তার নানার বাড়িতে। রাহিলের মায়ের ইচ্ছাতেই ছেলের দাফন টাঙ্গাইলে তার নানা বাড়িতে করা হয়েছে।
কোচে পারভেজের বড় ছেলের বয়স ১০ বছর। তারও ডেঙ্গুর লক্ষণ দেখা যাওয়ায় পরীক্ষা-নীরিক্ষা করতে দেয়া হয়েছে বলে জানা গেছে।
কোচ পারভেজের ছেলের অকাল মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ কর্মকর্তা-কর্মচারিরা শোক প্রকাশ করেছেন
Rent for add