মোহামেডান-আবাহনীকে জরিমানা করেছে বাফুফে

 

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ চলাকালীন শৃঙ্খলাভঙ্গের কারণে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ও আবাহনীকে জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি।

রোববার বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সভা অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মেজবাহ উদ্দীন।

২৭ জুন মোহামেডান ও আবাহনীর মধ্যকার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচের ঘটনা। ম্যাচের ৯ মিনিটের মাথায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক মো. শফিউল ইসলাম ১ নম্বর গেট দিয়ে প্রবেশের সময় ক্লাবের কিছু সমর্থক কোভিড-১৯ প্রটোকল ভেঙে ভেতরে প্রবেশ করে।

গেটে দায়িত্বরত ব্যক্তি বাধা দিলে তার হাতে আঘাত করেন সমর্থকরা। এসময়ে আবাহনীর কিছু সমর্থকও একই গেইট দিয়ে প্রবেশ করে। এই ঘটনায় বাফুফে ডিসিপ্লিনারি কোডের ধারা ৭০ অনুযায়ী মোহামেডানকে ৫০ হাজার এবং আবাহনীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৩০ জুন মোহামেডান ও বসুন্ধরা কিংসের ম্যাচে মোহামেডানের খেলোয়াড় আহসান হাবিব বিপু , ফরহাদ মনা এবং দুইজন বলবয় আল আমিন ও ফরহাদ রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সহকারী রেফারির দিকে তেড়ে আসেন এবং গালিগালাজ করেন।

আহসান হাবিব বিপু ও ফরহাদ মনাকে কঠোর সতর্ক করা হয়েছে এবং বলবয় আল আমিন ও ফরহাদকে তাদের নিজ দলের পক্ষে পরবর্তী ৪ খেলা হতে বিরত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ঘটনায় মোহামেডান ক্লাবকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নারী ফুটবলে লিগে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন কার্ডবিহীন মাঠে প্রবেশ করায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent