রিচার্লিসনের হ্যাটট্রিকে জার্মানিকে হারিয়েছে ব্রাজিল

রিও অলিম্পিকের দুই ফাইনালিস্ট ব্রাজিল ও জার্মানি টোকিও অলিম্পিকে মুখোমুখি হয়েছিল পুরুষ ফুটবলের উদ্বোধনী দিনেই। পাঁচ বছর আগে জার্মানিকে হারিয়ে প্রথম অলিম্পিক স্বর্ণ জিততে নেইমারদের বেগ পেতে হলেও টোকিওতে গ্রুপ ম্যাচ সেরকম ছিল না। জার্মানীকে ৪-২ গোলে সহজেই হারিয়েছে দানি আলভেজের দল।

কয়েকদিন আগে কোপার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছে নেইমাররা। এবার দেশটি অনূর্ধ্ব-২৩ দল অলিম্পিক স্বর্ণ ধরে রাখার মিশন শুরু করলো দারুণভাবে। জাপানের নিসান স্টেডিয়ামে জার্মানির বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। মাত্র ৩০ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রিচার্লিসন।

৭ মিনিটে প্রথম গোলটি করেন রিচার্লিসন। শুরুতেই এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ব্রাজিল। ১৫ মিনিট পরই তাই ব্যবধান দ্বিগুন। গুইলেরমের ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন রিচার্লিসন।

২৪ বছর বয়সী এ ফরোয়ার্ড ৩০ মিনিটের সময় ম্যাথিউজ কুনহার পাস ধরে তৃতীয় গোলটি করেন এভারটনের এই ফুটবলার। ব্রাজিল ৩-০ গোলে এগিয়ে যায় মধ্য বিরতিতে।

বিরতির পর ব্রাজিলের ওপর চাপ প্রয়োগ করে খেলে জার্মানি। দুটি গোলও ফিরিয়ে দেয় সর্বশেষ আসরের রৌপ্যজয়ীরা। কিন্তু যখন দ্বিতীয় গোল করে তখন ম্যাচের অন্তীম সময়। তাই সমতা আর ফেরাতে পারেনি জার্মানী। উল্টো ইনজুরি সময়ে চতুর্থ গোল খায় জার্মানরা। ৫৭ মিনিটে নাদিয়েম আমিরি এবং ৮৪ মিনিটে রাগনার আচের গোল জার্মানরা ব্যবধান কমিয়েছে মাত্র। ইনজুরি সময়ে ব্রাজিলের চতুর্থ গোল করে পাওলিনহো।

ব্রাজিল এবং জার্মানি খেলছে ‘ডি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দুই দল হচ্ছে আইভরি কোস্ট এবং সৌদি আরব।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent