আর্জেন্টিনাকে হারিয়ে অলিম্পিক ফুটবল শুরু অস্ট্রেলিয়ার


ম্যারাডোনা-মেসিদের দেশ আর্জেন্টিনাকে হারিয়ে অলিম্পিক ফুটবলে দুর্দান্ত শুরু করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার টোকিও অলিম্পিক ফুটবলের প্রথম দিনে আর্জেন্টিনার পরাজয়ই সবচেয়ে বড় অঘটন।

২০০৮ সালে বেইজিংয়ে স্বর্ণজয়ী আর্জেন্টিনা সর্বশেষ রিও অলিম্পিকেও ভালো করতে পারেনি। গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। এবারও শুরুটা ভালো হলো না। এই তো কয়েকদিন আগে কোপা আমেরিকা জেতা দেশটির অনূর্ধ্ব-২৩ দল প্রথম ম্যাচে ২-০ গোলে হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে।

এশিয়ার প্রতিনিধি অস্ট্রেলিয়া দুই অর্ধে দুটি গোল করে দারুণ জয় দিয়ে গেমস ফুটবল শুরু করলো। ১৪ মিনিটে এন্ডু ওয়ালেস ও ৮০ মিনিটে মার্কো টিল্লিও গোল করেছেন। অস্ট্রেলিয়ার দুটি গোলেরই যোগান দিয়েছেন থমাস ডুকে।

মিশর ও স্পেেনের মধ্যেকার ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচ ড্র হয়েছিল। একটি করে ম্যাচ শেষে আর্জেন্টিনা চার দেশের মধ্যে চারে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent