নিজস্ব প্রতিবেদক : ১৯ জুলাই ২০২১, সোমবার, ২১:০৪:৫৯
দুই গাম্বিয়ান সুলেইমান সিলা ও পা ওমর জোবের গোলে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ১১ তম জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা চারবারের চ্যাম্পিয়নরা ২-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রেকে। এ জয়ে আবাহনীকে টপকে শেষ জামাল উঠে গেছে পয়েন্ট টেবিলের দুইয়ে।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুই গোল করে পূর্ন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সফিকুল ইসলাম মানিকের দল। ৫৯ মিনিটে গাম্বিয়ান সুলেইমান শিলার গোলে গোলে এগিয়ে যায় শেখ জামাল। ৬৬ মিনিটে আরেক গাম্বিয়ান পা ওমর জোবে ব্যবধান দ্বিগুন করেন।
১৭ ম্যাচ শেষে শেখ জামালের পয়েন্ট ৩৮। শেখ রাসেল ক্রীড়া চক্র ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে শেখ রাসেল ক্রীড়া চক্র।
Rent for add