রবিউল হাসানকে বহিস্কার করেছে মোহামেডান


জাতীয় দল থেকে আগেই বাদ পড়েছেন। এবার বাদ পড়লেন ক্লাব থেকেও। বসুন্ধরা কিংস থেকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে ধারে রবিউল হাসানকে নিয়েছিল মোহামেডান। ক্লাব বদলালেও চরিত্র বদলায়নি রবিউলের। যে কারণেমোহামেডান স্পোর্টিং লিমিটেডেও জায়গা হলো না তার। একের পর এক শৃঙ্খলা ভঙ্গ করায় রবিউলকে বহিস্কার করেছে ক্লাবটি।

২০১৯ সালে রবিউলকে দলে নিয়েছে বসুন্ধরা কিংস। চলতি মৌসুমে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি। মধ্যবর্তী দলবদলে বসুন্ধরা থেকে ধারে রবিউলকে দলে ভেড়ায় মোহামেডান। কিন্তু সেখানেও সেই অনিয়ন্ত্রিত জীবন। শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে মোহামেডান।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent