জাতীয় ফুটবল দলে পেশাদার ম্যানেজার নিয়োগের সিদ্ধান্ত

বিভিন্ন ক্লাব কর্মকর্তাদের জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন নিয়ে বিতর্ক হয়েছে অনেক। বিশেষ করে দেশের দুই সমর্থকপুষ্ঠ ক্লাব মোহামেডান ও আবাহনীর কর্মকর্তারা যখন জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে থেকেছেন তখন খেলোয়াড় বাছাইয়ে কোচের ওপর খবরদারির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন অনেকদিন ধরেই বলে আসছিলেন ম্যানেজারকে জবাবদিহীতার আওতায় আনতে পেশাদার অর্থাৎ বেতনভূক্ত করা দরকার এবং তিনি সেটা করবেন। এভাবে বছরের পর বছর কেটে গেলেও পেশাদার ম্যানেজার পায়নি জাতীয় দল।

অবেশেষ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় দলের জন্য পেশাদার ম্যানেজার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা আনুষ্ঠানিকভাবে। শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে জাতীয় দলের জন্য পেশাদার ম্যানেজার নিয়োগ করা হবে।

সভায় আরো কিছু এজেন্ডা থাকলেও তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যে কারণে সভাটি মূলতবি করা হয়েছে। ঈদের পর আবার সভায় বসবে নির্বাহী কমিটি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent