নিজস্ব প্রতিবেদক : ১৭ জুলাই ২০২১, শনিবার, ১৩:০১:৩০
মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতল বসুন্ধরা কিংস।
শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাবিনারা ১৮-০ গোলে জামালপুর কাচারিপাড়া একাদশকে হারিয়ে ট্রফি নিজেদের কাছে রাখার মিশন শেষ করে।১৩ ম্যাচের সবকটি জেতা কিংসের পয়েন্ট ৩৯।
শেষ দুই ম্যাচে ১ পয়েন্ট দরকার ছিল বসুন্ধরার মেয়েদের। তাদের আত্মবিশ্বাস ছিল জামালপুর কাচারিপাড়া একাদশের বিরুদ্ধে সহজেই জিতবে। তাই তো শিরোপা জয়ের উদযাপনের প্রস্তুতি নিয়েই মাঠে এসেছিল দলটি।
শেষ বাঁশি বাজার পর খেলোয়াড়-অফিসিয়ালরা চ্যাম্পিয়ন লেখা জার্সি পরে বিজয়োল্লাস করতে থাকে।
প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও ১১ বার কাচারিপাড়া একাদশের জালে বল পাঠায় সাবিনা-কৃষ্ণারা। বিশাল জয়ে সবচেয়ে বেশি ৫ গোল করেছেন কৃষ্ণা রাণী সরকার।
চারটি গোল সাবিনা খাতুনের ও তিনটি শামসুন্নাহার জুনিয়রের। একটি করে গোল করেছেন সানজিদা, মনিকা, আনাই মিনি ও সুমাইয়া। একটি গোল কাচারিপাড়ার আত্মঘাতী।
Rent for add