নিজস্ব ডেস্ক : ৬ জুলাই ২০২১, মঙ্গলবার, ২১:০৩:৩১
ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে ঢলে পড়া ডেনমার্কের তারকা ক্রিশ্চিয়ান এরিকসেনের জন্য কেঁদেছিল গোটা ফুটবল বিশ্ব। ইউরো চ্যাম্পিয়নশিপে ডেনমার্কের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে ঘটেছিল এই হৃদয়বিদারক ঘটনা। এরেকসন হাসপাতাল ছেড়ে এখন দ্রুত সুস্থ্য হয়ে উঠছেন বাড়ীতে।
এরিকসেনের দল ডেনমার্ক একের পর এক রূপকথার জন্ম দিয়ে উঠেছে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ডেনমার্ক মুখোমুখি হবে ইংল্যান্ডের। ডেনমার্কের তারকা এরিকসেনকে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে আমন্ত্রণ জানিয়েছে ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এরিকসেন। সঙ্গে এরিকসেনের স্ত্রী ও তাকে সুস্থ করে তোলা ৬ চিকিৎসক। তবে এরিকসেন ফাইনাল দেখতে ওয়েম্বলি স্টেডিয়ামে যাবেন কিনা তা নিশ্চিত নয়।
Rent for add