নিজস্ব প্রতিবেদক : ৩ জুলাই ২০২১, শনিবার, ১২:৩৬:৩৭
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সুইজারল্যান্ডের স্বপ্নময় পথচলা থামিয়ে সেমিফাইনালে উঠে গেছে স্পেন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর অসাধারণ গল্প লিখেও শেষ রক্ষা হয়নি সুইসদের। শেষ পর্যন্ত লড়ে হেরে গেছে টাইব্রেকারে।
শুক্রবার রাতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে কোয়ার্টারফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে থাকে ১-১ সমতা। টাইব্রেকারে ৩-১ গোলে জিতে উৎসবে মাতে প্রতিযোগিতাটির তিনবারের চ্যাম্পিয়ন স্পেন। যেখানে দুটি শট ঠেকিয়ে স্পেনের নায়ক গোলরক্ষক উনাই সিমোন।
পেনাল্টি শুট আউটে স্প্যানিশদের শুরুটা হয় বাজে। তাদের প্রথম শট পোস্টে মারেন অধিনায়ক সের্হিও বুসকেতস। বল জালে পাঠান সুইজারল্যান্ডের ফাবিয়ান, স্পেনের দানি ওলমো। সুইসদের দ্বিতীয় শট ঠেকান সিমোন। স্পেনের রদ্রির শট ফেরান ইয়ান সমের। সুইসদের পরের শটও রুখে দেন সিমোন।
স্পেনকে এগিয়ে নেন জেরার্দ মরেনো, ২-১। চতুর্থ শটে সুইজারল্যান্ডের রুবেন ভার্গাস বল উড়িয়ে মারেন। এরপর মিকেল ওইয়ারসাবাল বল জালে পাঠালে উৎসবে মাতে স্পেন।
Rent for add