নিজস্ব প্রতিবেদক : ১ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ২০:১৯:৪০
কঠোর লকডাউনের প্রথম বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড। দুই আবাহনীর লড়াই শেষে জয়ের হাসি ঢাকার দলটির। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়নরা ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রামের জায়ান্টদের।
নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী। ৩৪ মিনিটে ব্রাজিলিয়ান রাফায়েলের পাস থেকে গোল করেন সানডে।
গোলদাতা সানডে দলের দ্বিতীয় গোলটি করিয়েছেন মামুনুল ইসলামকে দিয়ে। সানডের পাস থেকে অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ব্যবধান ২-০ করেন ৫২ মিনিটে।
এ জয়ে দ্বিতীয় অবস্থানে থাকার সম্ভাবনা আরও বড় করলো আবাহনী। ১৭ ম্যাচে নীল-আকাশিদের পয়েন্ট ৩৬, যা শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ১৩ পয়েন্ট কম।
চট্টগ্রাম আবাহনী ২৮ পয়েন্ট নিয়ে পাঁচে ছিল, পাঁচেই পড়ে রইলো তারা। এই হারে মারুফুল হকের দলে রানার্সআপ হওয়ার দৌড়ে টিকে থাকাটাও কঠিন হলো।
Rent for add