কবে আসবে অমিতের মরদেহ

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাফুফের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিতের মরদেহ রবি বা সোমবার নাগাদ দেশে আনা সম্ভব হতে পারে।

বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা অমিতের মরদেহ ঢাকায় আনার চেষ্টা করছি। এ ব্যাপারে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সহযোগিতা করছে। সহযোগিতা করছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং দিল্লি ও কলকাতার বাংলাদেশ হাইকমিশন।’

অমিত কিডনি প্রতিস্থাপন করতে দিল্লি গিয়েছিলেন। সঙ্গে তার বাবা ও আরও দুজন। ‘তিনজনের কোভিড পরীক্ষা করা হয়েছে, অমিতের মৃত্যু করোনায় হয়নি-এমন সার্টিফিকেট সংগ্রহ করার কাজগুলো করতে হবে। এ কাজগুলো সম্পন্নের ওপর নির্ভর করছে তারা কবে নাগাদ দিল্লি থেকে তার মরদেহ নিয়ে রওনা দিতে পারবেন। যদি ফ্লাইটে মরদেহ দিল্লি থেকে কলকাতা আনা যায় তাহলে রোববারের মধ্যেই দেশে পৌঁছবে আশা করছি। না হলে হয়তো আরও একদিন দেরি হতে পারে’-বলছিলেন বাফুফের সাধারণ সম্পাদক।

অমিতের বাবা ও আরও দুজনের দেশে ফেরার পর কোয়ারেন্টাইনের বিষয়টিও আছে। বাফুফে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছে, যাতে তাদের কোয়ারেন্টাইন বাদ করা যায়। অন্তত অমিতের বাবাকে যেন দেশে প্রবেশ করে কোয়ারেন্টাইনে থাকতে না হয়ে সে চেষ্টাও করছে বাফুফে। কারণ অমিতের বড় ভাইও স্ট্রোক করে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। বড় ভাইয়ের স্ট্রোকের খবর পাওয়ার পরই স্ট্রোক করে মারা যান ক্রীড়াঙ্গনের অতি প্রিয় মানুষটি।

আহসান আহমেদ অমিত গত বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ২২ জুন তার একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল ওই হাসপাতালেই।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent