নিজস্ব ডেস্ক : ২৪ জুন ২০২১, বৃহস্পতিবার, ১:৩৩:১৩
গত দুই ম্যাচে যেটা হারিয়ে খুঁজছিল স্পেন। তৃতীয় ম্যাচে এসে যেন সেটাই খুঁজে পেল তারা। শুরুতে কয়েকটি সুযোগ হারালেও শেষে এসে স্লোভাকিয়ার জালে গোল উৎসব করেছে লুইস এনরিকের দল। ৫-০ গোলের জয়ের পর তারা পা দিয়েছে শেষ ষোলোয়।
বুধবার রাতে সেভিয়ার লা কার্তুহায় ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যেত পারত স্পেন। কিন্তু আগের দুই ম্যাচে গোল মিসের মহড়া দিয়ে সমালোচনা কুড়ানো আলবারো মোরাতা পারেননি গোল করতে। কোকোকে ডি বক্সে ফাউল করলে ভিএআরের পেনাল্টি পায় তারা। কিন্তু স্পট কিক থেকে স্পেনকে এগিয়ে দিতে পারেননি মোরাতা।
এত বড় ব্যবধানে জয় পেলেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। হয়েছে দ্বিতীয়। তবে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে কোনো বাধা সৃষ্টি হয়নি স্প্যানিশদের। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েই শেষ ষোল নিশ্চিত করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
Rent for add