নিজস্ব প্রতিবেদক : ২২ জুন ২০২১, মঙ্গলবার, ২০:১৫:২৪
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে সহজ জয় পেয়েছে ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল। মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ইয়ংমেন্স ক্লাব জিতেছে ৪-০ গোলে জিতেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে ইয়ংমেন্স দ্বিতীয়ার্ধে করে আরো ৩ গোল। ২১ মিনিটে কানকার বিশ্বাসের গোলে এগিয়ে যায় ইয়ংমেন্স। ৫৭ ও ৫৮ মিনিটে আমিরুজ্জামান ও রোমান গোল করলে ব্যবধান হয় ৩-০। ৭৪ মিনিটে কানকার নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন।
১৭ ম্যাচে ইয়ংমেন্সের এটি চতুর্থ জয়। ১৯ পয়েন্ট নিয়ে তারা টেবিলের ৮ নম্বরে। লিগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে এটি ১৪ তম হার। মাত্র ৩ পয়েন্ট নিয়ে তারা টেবিলে ১২ তম স্থানে।
Rent for add