নিজস্ব প্রতিবেদক : ১৮ জুন ২০২১, শুক্রবার, ২১:৫০:০৩
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ইউনিসেফ আয়োজিত জাতীয় মহিলা অনূর্ধ্ব-১৬ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। শুক্রবার নোয়াখালির সোনাইমাড়িতে অনুষ্ঠিত ফাইনালে ব্রাহ্মণবাড়িয়া ২-০ গোলে হারিয়েছে মাগুরা জেলাকে।
উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্তার বিতরণ করেন স্থানীয় জেলা প্রশাসক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, সদস্য ও বাফুফের মহিলা উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সদস্য নুরুল ইসলাম নুুরু, আবদুল ওয়াদদু পিন্টু ও বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সদস্য ও দিলকুশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ রিয়াজুল করীম।
Rent for add