নিজস্ব প্রতিবেদক : ১৬ জুন ২০২১, বুধবার, ২১:২০:২৬
ওমানের কাছে শেষ ম্যাচে ৩-০ গোলে হারার পর বাংলাদেশ শিবিরে যে হতাশা ছড়িয়ে পড়েছিল, পরদিন সকালে সেটা অনেকটাই কেটে গেছে। কেননা গ্রুপে পঞ্চম হয়েও বাংলাদেশকে খেলতে হবে না প্লে-অফ। সরাসরি বাছাই পর্বে খেলার সুযোগ পেয়েছে সব গ্রুপের পঞ্চম হওয়া দলগুলোর মধ্যে সেরা তিনে থাকায়।
এশিয়ান কাপে ৩৫ নম্বর দল হিসেবে বাছাইপর্ব খেলবে বাংলাদেশ। এর মাধ্যমে দিয়ে বাংলাদেশের আরও ৬টি ম্যাচ খেলার সুযোগ তৈরি হলো।
বিশ্বকাপ ও এএফসি কাপ বাছাইপর্বে ১ থেকে ১৩ হওয়া দলগুলো খেলবে বিশ্বকাপের বাছাই ও এশিয়ান কাপের মূলপর্বে। ১৪ থেকে ৩৫ নম্বর দল সরাসরি অংশ নেবে এশিয়ান কাপের বাছাইয়ে।
ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, চাইনিজ তাইপে ও গুয়াম- এই চারটি দেশ খেলবে প্লে-অফ ম্যাচ। এখান থেকে ২ দল যোগ দেবে বাছাইয়ে।
২৪ দল নিয়ে হবে এশিয়ান কাপের বাছাই পর্ব। ৬ গ্রুপে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অংশ নেবে দলগুলো। সে হিসেবে প্রতিটি দল ৬টি করে ম্যাচ পাবে।
Rent for add