নিজস্ব ডেস্ক : ১৫ জুন ২০২১, মঙ্গলবার, ২১:১২:৫৯
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স আজ রাতে মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির। মিউনিখে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। দেখাবে সনি সিক্স এবং সনি টেন টু।
মেজর কোনো টুর্নামেন্টে তাদের শেষবার দেখা হয়েছিল ২০১৬ সালের ইউরো সেমিফাইনালে। আঁতোয়া গ্রিজম্যানের জোড়া গোলে সেই ম্যাচটি ২-০ ব্যবধানে জিতেছিল ফ্রান্স।
জার্মানি সেখান থেকে আর ঘুরে দাঁড়িয়ে বড় কোনো ট্রফি জিততে পারেনি। কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে পর্তুগালের কাছে গতবার হারলেও দুই বছর পর ২০১৮ বিশ্বকাপ জিতে নেয় ফ্রান্স।
জার্মানির বর্তমান দলটির কোনো খেলোয়াড়ের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে গোল নেই। টুর্নামেন্টে ১১টি ম্যাচ খেলা থমাস মুলার ২০১৬ সালে ইতালির বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে পেনাল্টিও মিস করেছিলেন।
সব ভুলে এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ঘরের মাঠ মিউনিখে দারুণ শুরু করতে চাইবে জার্মানরা। কেননা ১৫ বছর ধরে দায়িত্বে থাকা জোয়াকিম লো’র এটা শেষ টুর্নামেন্ট।
Rent for add