নিজস্ব প্রতিবেদক : ১০ জুন ২০২১, বৃহস্পতিবার, ২১:০৪:১৭
জাতীয় দলের ফুটবলারদের মাসিক বেতনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
বৃহস্পতিবার কাতার যেতে না পারা ৫ ফুটবলারের সঙ্গে আলোচনাকালে এ ঘোষণা দিয়েছেন তিনি।
৩০ জন ফুটবলার নিয়ে পুল করে তার মধ্যে তিনটি গ্রেড করে বেতন দেয়া হবে বলে সভা শেষ জানিয়েছেন বাফুফে সভাপতি।
এ আলোচনায় ছিলেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, ডিফেন্ডার সাদউদ্দিন, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ ও ফরোয়ার্ড মাহবুবুর রহমাস সুফিল।
২০০৯ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। ওটাই ছিল লাল-সবুজ জার্সিধারীদের দক্ষিণ এশিয়ার ‘বিশ্বকাপখ্যাত’ সাফ চ্যাম্পিয়নশিপে সর্বশেষ সেমিফাইনাল খেলা। এরপর টানা ৪ সাফে বাংলাদেশ বিদায় নিয়েছে গ্রুপপর্ব থেকেই।
দক্ষিণ এশিয়ার ফুটবলে একের পর এক ব্যর্থতার পরিচয় দেয়া ফুটবলারদের এখন বেতনের আওতায় নিয়ে আসছে বাফুফে। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। তার এই হঠাৎ ঘোষণায় ফুটবলাররা বেশ খুশি।
Rent for add