নিজস্ব প্রতিবেদক : ৯ জুন ২০২১, বুধবার, ১৯:৪৫:২৫
জেমি ডে’কে প্রথম দুঃসংবাদ দিয়েছিলেন সোহেল রানা। আবাহনীর এই মিডফিল্ডার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে হাতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন ৫৮ মিনিটে। তখন কেউ ধারণা করেননি, পরের দুই ম্যাচে পাওয়া যাবে না তাকে।
কিন্তু চিকিৎসক বলে দিলেন, কমপক্ষে ৪ সপ্তাহ বিশ্রাম দরকার সোহেল রানার। অভিজ্ঞ এ মিডফিল্ডারের শেষ হয়ে গেল বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচ।
ভারতের বিপক্ষে বাংলাদেশের বিপর্যয় দর্শক হয়েই দেখেছেন সোহেল রানা। সতীর্থদের খারাপ খেলা দেখে মনও ভেঙে গিয়েছে তার। ৭৮ মিনিট পর্যন্ত ভারতকে আটকিয়ে রেখে শেষ ১২ মিনিটে দুই গোল হজম।
ইনজুরি আর ভাঙা মন নিয়েই বুধবার ঢাকায় ফিরেছেন সোহেল রানা। ওমানের বিপক্ষে শেষ ম্যাচ এখন তাকে দেখতে হবে টিভির সামনে বসে। জামাল ভূঁইয়া, মাসুক মিয়া জনি ও বিপলুরা শেষ ম্যাচ খেলতে পারছেন না। সোহেল রানার বড্ড দরকার ছিল এই ম্যাচে। কিন্তু তিনি যে ইনজুরিতে বাতিলের খাতায় তাদেরও আগে।
Rent for add