বিশ্বকাপ বাছাইয়ে সবচেয়ে কমবয়সী বাংলাদেশের রিমন

বাংলাদেশের ডিফেন্ডার রিমন হোসেন এবারের বিশ্বকাপ বাছাইয়ের এশিয়া অঞ্চলের সবচেয়ে কমবয়সী ফুটবলার। বসুন্ধরা কিংসের এই লেফটব্যাকের বয়স মাত্র ১৬ বছর। চলমান বিশ্বকাপ বাছাইয়ের এশিয়া অঞ্চলের কোনো দেশে এত অল্প বয়সী ফুটবলার নেই।

সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপ বাছাইয়ের জন্য জাতীয় দলে জায়গা পেয়েছেন তাতে ভীষণ উচ্ছ্বসিত রিমন হোসেন। সবার কাছে দোয়াও চেয়েছেন এই ডিফেন্ডার।

রিমন বলেন, ‘এত অল্প বয়সে জাতীয় দলে খেলছি, এটা আমার জন্য বড় পাওয়া। আমি যেন নিজের পারফরম্যান্সটা ধরে রাখতে পারি এবং দীর্ঘদিন জাতীয় দলে খেলতে পারি। সেরা পারফরম্যান্সটা করে যেতে চাই আমি। তার সঙ্গে নিজের জায়গাটাও যাতে ধরে রাখতে পারি, সেটাই চাওয়া। সবাই আমার ও আমাদের দলের জন্য দোয়া করবেন।’

বাংলাদেশ দলে এবার দুইজন খেলোয়াড় আছেন যাদের বয়স ২০ বছরের নিচে। রিমন ১৬ বছরের এবং ইয়াসিন আরাফাতের বয়স ১৮ বছর।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে কোচ জেমি ডে ৮০ মিনিটে রহমত মিয়াকে উঠিয়ে মাঠে নামিয়েছিলেন রিমন হোসেনকে। জাতীয় দলের হয়ে এটি ছিল রিমনের দ্বিতীয় ম্যাচ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent