রিয়ালের নতুন কোচ হচ্ছেন আনচেলত্তি

কয়েকদিন আগেই দ্বিতীয়বার রিয়াল মাদ্রিদের হেড কোচের দায়িত্ব ছাড়েন জিনেদিন জিদান। ইতিহাসের অন্যতম সফল এই ক্লাবটির কোচের পদ এখন শূন্য। সেই জায়গাটা পূরণ করতে পারেন তাদেরই সাবেক কোচ কার্লো আনচেলত্তি।

টক স্পোর্টস জানাচ্ছে, রিয়ালের সঙ্গে ভালোভাবেই আলোচনা চলছে এই ইতালিয়ান কোচের। তার সঙ্গে এতদিন নাম শোনা যাচ্ছিলো আরও দুইজনের। সদ্য ইন্টার মিলানের দায়িত্ব ছাড়া অ্যান্তেনিও কন্তে ও পিএসজির বর্তমান কোচ মাওরোসিও পচেত্তিনোর। তবে গুঞ্জন রয়েছে রিয়ালের কোচ হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন আনচেলত্তি।

শিগগিরই এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও শোনা যাচ্ছে। এর আগেও রিয়ালের দায়িত্বে ছিলেন আনচেলত্তি। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ক্লাবটির দায়িত্বে ছিলেন তিনি। এই সময়ে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ, কোপা দেলরে ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতান আনচেলত্তি।

২০১৯ সালের ডিসেম্বরে এভারটনের দায়িত্ব নেন তিনি। এখনো তার সঙ্গে দুই বছরের চুক্তি বাকি রয়েছে ক্লাবটির। যদিও চলতি মৌসুম ভালো কাটেনি এভারটনের। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দশম স্থানে থেকে শেষ করেছে তারা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent