সবচেয়ে ভালো অন্য দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেললে : জামাল ভূঁইয়া


বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, সবচেয়ে ভালো হয় অন্য দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেললে। কিন্তু আমরা তো খেলতে পারছি না। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে প্রস্তুতি ম্যাচ নিয়ে নিজের আক্ষেপের কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক।

প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশের যাওয়ার কথা ছিল সৌদি আরবে। কিন্তু সোমবার হঠাৎ করেই সৌদি আরবে যাওয়া বাতিল হয়ে যায়। অধিনায়ক জামাল বলেছেন,’সৌদি আরবে যেতে না পারায় ক্ষতি হয়েছে দলের। কারণ আফগানিস্তান এক মাস আগে প্রস্তুতি শুরু করেছে, ভারতও অনেক আগে ‍শুরু করেছে, ওরা তো ইতোমধ্যে পরিকল্পনা করেছে কার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। সৌদি গেলে খেলোয়াড়দের জন্য ভালো হতো। সেখানে আবহাওয়ার পার্থক্য আছে, পরিবেশ, মাঠের পার্থক্য আছে।’

কাতারে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent