নিউজ ডেস্ক : ২১ মে ২০২১, শুক্রবার, ১৮:৫৯:৩০
কোপা আমেরিকার আয়োজক আর্জেন্টিনা। মেসিরা সহসাই নেমে পড়ছেন প্রস্তুতিতে। যে কারণে, নিজ ক্লাব বার্সেলোনা থেকে অনুমতি নিয়ে দেশের ক্যাম্পে যোগ দিচ্ছেন মেসি।
শনিবার এইবারের বিপক্ষে লা লিগার ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। এটি এ মৌসুমে ক্লাবটির শেষ ম্যাচ। শেষ ম্যাচে থাকছেন না মেসি। কোচের অনুমতি নিয়ে দলের অনুশীলনে যোগ দেননি মেসি।
এতদিন ধরে জানা ছিল, কলম্বিয়া ও আর্জেন্টিনা মিলে যৌথভাবে আয়োজন করবে এবারের কোপা আমেরিকা। কিন্তু সেই অধিকার হারাতে চলেছে কলম্বিয়া। এখন এককভাবে কোপার আয়োজক হচ্ছে আর্জেন্টিনা।
গত কয়েক সপ্তাহ ধরেই রাজনৈতিক অস্থিরতা চলছে কলম্বিয়ায়। পাশাপাশি করোনাভাইরাস পরিস্থিতিও খুব একটা নিয়ন্ত্রণে নেই তাদের। তাই সবধরনের নিরাপত্তার কথা ভেবে কলম্বিয়াকে এবারের আয়োজক দেশ থেকে সরিয়ে দেয়া হচ্ছে।
Rent for add