কিংসের দাবি প্রিমিয়ার লিগ শেষে এএফসি কাপ হোক

এএফসি কাপ নিয়ে চিঠি চালাচালি যেন নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। এএফসির চিঠি, ফেডারেশনের চিঠি এবং অংশগ্রহণকারী ক্লাবগুলোর চিঠি চালাচালি চলছেই। আবার খেলাও পেছাচ্ছে দফায় দফায়।

আয়োজক হলে খেলা চালাতে না পারায় আবাহনীকে বাদ দিয়েছে এএফসি। আবার মালদ্বীপের ক্লাব মাজিয়া একই ব্যর্থতা দেখালেও তাদের বেলায় সিদ্ধান্ত অন্যরকম। ১৪ মে শুরু হওয়ার কথা ছিল মালদ্বীপে ডি গ্রুপের খেলা। হয়নি। প্রথমে স্থগিত ও পরে নতুন তারিখ নির্ধারণ ৩০ জুন থেকে ৬ জুলাই।

এবার বসুন্ধরা কিংস ওই সময় খেলতে রাজী নয়। কারণ, তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা আছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে বসুন্ধরা কিংস জানিয়েছে, ‘এএফসি নতুন যে তারিখ ঘোষণা করেছে তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা আছে। তাই বাফুফে যেন এএফসিকে গ্রুপ পর্বের খেলাগুলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষে ২ আগস্টের পর আয়োজন করে। ‘

এএফসি ‘ডি’ গ্রুপের নতুন সিডিউল ঘোষণা করলেও কোথায় খেলা হবে তা উল্লেখ করেনি। আয়োজক হতে চাইলে ২৬ মে’র মধ্যে গ্রুপের দলগুলোকে আবেদন করতে বলেছেন এএফসি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent