আবার মাঠে নারী ফুটবল লিগ


করোনা ও লকডাউনের কারণে স্থগিত হওয়া নারী ফুটবল লিগ আবার শুরু হয়েছে বুধবার। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে জিতেছে আতাউর রহমান ভূঁইয়া (এআরবি) কলেজ স্পোর্টিং ক্লাব। তারা ৬-০ গোলে হারিয়েছে নাসরিন স্পোর্টিং ক্লাবকে।

দুটি করে গোল করেছেন সাজেদা খাতুন ও উন্নতি খাতুন। বাকি দুই গোল শাহেদা আক্তার রিপা ও স্বপ্না রানীর।

অন্য ম্যাচে এফসি ব্রাহ্মণবাড়িয়া ১-০ গোলে হারিয়েছে সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাবকে। ৭ মিনিটে জয়সূচক গোলটি করেছেন ইলামনি আক্তার ইলা। নিজেদের প্রথম ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া একই ব্যবধানে হারিয়েছিল জামালপুর কাচারিপাড়া একাদশকে।

দিনের আরেক ম্যাচে কুমিল্লা ইউনাইটেড ২-১ গোলে হারিয়েছে জামালপুর কাচাড়িপাড়া একাদশকে। কুমিল্লা ইউনাইটেডের গোল করেছেন লিপি ও রেহেনা। জামালপুর কাচাড়িপাড়া একাদশের গোল করেছেন সোহেলী শারমনি শ্রাবনী।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent