দুই ব্রাজিলিয়ানের সঙ্গে বাংলাদেশের সবুজ


ঠিক যেনে মৌচাকে ঢিল মারা। বসুন্ধরা কিংসের বিপক্ষে গোল-তাও ব্রাদার্সের মতো ভঙ্গুর দলের। এগিয়ে যাওয়ার পর গোল খেয়ে বসে কিংস। তারপর ব্রাদার্সের ওপর মৌমাছির মতো ঝাপিয়ে পড়ে চ্যাম্পিয়নরা। বাদার্স এক গোল দেয়ার পর চারটি গোল দিয়ে দ্বিতীয় পর্বে টানা তৃতীয় জয় নিয়ে ঘরে ফেরে অস্কার ব্রুজনের দল।

শুক্রবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে বসুন্ধরা কিংস ৫-১ গোলে হারিয়েছে ব্রাদার্সকে। এ জয়ে ৪৩ পেয়েন্ট নিয়ে শিরোপার দিকে আরেক পা এগিয়ে গেলো কিংস।

২১ মিনিটে ব্রাজিলিয়ান ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় কিংস। ৩৬ মিনিটে উজবেকিস্তানের হাসাবোয়েভের গোলে সমতায় ফেরে ব্রাদার্স। তারপরই তাদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেয় চ্যাম্পিয়নরা। ৪৫ মিনিটে রবিনহো গোল করে এগিয়ে দেন দলকে। দুই ব্রাজিলিয়ানের পর জ্বলে ওঠেন তৌহিদুল আলম সুবজ। ৫৯ ও ৭৪ মিনিটে গোলে করেন তিনি। রবিনহো ৮০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করলে ৫-১ ব্যবধানের জয় নিয়ে ঘরে ফিরে কিংস।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent