নিজস্ব প্রতিবেদক : ৭ মে ২০২১, শুক্রবার, ১৮:২৮:৪৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে আবাহনী ও রহমতগঞ্জের ম্যাচটি যেন নিজের করে নিলেন হাইতিয়ান ফরোয়ার্ড বেলফোর্ট। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুরোনো ঢাকার ক্লাবটির বিপক্ষে আবাহনীর ৬-০ ব্যবধানের জয়ে ৩ গোল করেছেন বেলফোর্ট। একটি করে গোল করেছেন মামুন মিয়া ও মাসিহ সাইঘানি। অন্যটি রহমতগঞ্জের আত্মঘাতি।
রহমতগঞ্জকে বিধ্বস্ত করে আবাহনী কেবল পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়েনি, পয়েন্ট টেবিলের ৩ নম্বর থেকে উঠে যায় দুইয়ে। শেখ জামালের সঙ্গে সমান ৩২ পয়েন্ট হলেও গোল গড়ে এগিয়ে গেলো ৬ বারের চ্যাম্পিয়নরা।
২৭ মিনিটে তাজিকিস্তানের ডিফেন্ডার খুরিশদ বেকনাজরভেল আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে রহমতগঞ্হ। এরপর আবাহনীর খেলোয়াড়রাই করতে থাকেন গোল উৎসব।
৩৭ মিনিটে প্রথম ও ৪৩ মিনিটে দ্বিতীয় গোল করেন বেলফোর্ট। হ্যাটট্রিক পূরণ করেন ৬২ মিনিটে। পঞ্চম গোলটি মামুন মিয়ার, দূরপাল্লার শটে করেন ৬৫ মিনিটে।
ব্যবধান ৬-০ করেন আবাহনীর আফগান ডিফেন্ডার মাসি সাইঘানি। ৮৫ মিনিটে বক্সের বাইরে থেকে বা পায়ের শটে দর্শনীয় গোল করেন তিনি।
১৫ ম্যাচে নবম জয়ে আবাহনীর পয়েন্ট ৩২। টেবিলে তারা এখন দুইয়ে। অন্য দিকে সমান ম্যাচে সপ্তম পরাজয়ে রহমতগঞ্জ ১৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে।
Rent for add