নিজস্ব প্রতিবেদক : ৫ মে ২০২১, বুধবার, ২২:৫৮:৩৫
পিছিয়ে পড়েও বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে দারুণ জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বুধবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাবেক চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।
অষ্টম মিনিটে সারোয়ার জামাল নিপু বল ধরে বিপদ সীমানার মধ্যে প্রবেশ করলে তাকে আটকাতে সামনে এগিয়ে আসেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গোলরক্ষক জিয়াউর রহমান। নিপু বলটি আড়আড়ি ঠেলে মো. সোহেলকে। ফাঁকা পোস্টে বল পাঠাতে কোনো ভুল করেননি সোহেল।
অনেক চেষ্টা করেও প্রথমার্ধে গোল পরিশোধ করতে পারেনি শেখ জামাল। ৫০ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে সাবেক চ্যাম্পিয়নদের ম্যাচে ফেরান উজবেকিস্তানের ফরোয়ার্ড ওতাবেক।
৬৩ মিনিটে আরেক বিদেশির নিঁখুত হেডে ম্যাচে এগিয়ে যায় শেখ জামাল। ডান প্রান্ত থেকে শাকিল আহমেদের কর্নার থেকে গোল করেন গাম্বিয়ান ফরোয়ার্ড সুলেইমান সিল্লাহ।
১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে সাবেক চ্যাম্পিয়নরা। ১৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
Rent for add