নিজস্ব প্রতিবেদক : ৫ মে ২০২১, বুধবার, ১৮:২৩:২৭
আরামবাগের বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু করা মোহামেডান দ্বিতীয় ম্যাচে পেয়েছে আরো মূল্যবান জয়। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাদাকালোরা ২-১ গোলে সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।
পরপর দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠলো সাদা-কালো শিবির। গুরুতপূর্ণ এ জয়ে গোল করেছেন দুই আফ্রিকান। ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এখন তারা বসুন্ধরা, শেখ জামাল, আবাহনী ও রাসেলের পেছনে। হেরে মোহামেডানের পেছনে চলে গেলো সাইফ।
৫২ মিনিটে ক্যামেরুনের ইয়াসানের গোলে এগিয়ে যায় মোহামেডান। ৬৯ মিনিটে সাইফ ম্যাচে ফেরে মেরাজ হোসেনের গোলে। কিন্তু মোহামেডানকে তারা আটকে রাখতে পারেনি। দলের প্রধান অস্ত্র মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতের ৮৩ মিনিটে দারুণ এক গোলে দ্বিতীয়বার লিড নেয় সাদাকালোরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান।
Rent for add