ঢাকায় পৌঁছেছেন জামাল ভূঁইয়া

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফিফা ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের জন্য ডেনমার্ক থেকে এমিরেটস ফ্লাইটে আজ সোমবার বিকেলে ঢাকায় পৌঁছেছেন।

যদিও ডেনমার্ক থেকে ২৫ এপ্রিল রোববাই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের জামাল ভূঁইয়ার ঢাকায় এসে পৌঁছানোর কথা ছিল। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট জটিলতার কারণে আসতে পারেননি।

ভারতের আই লিগে কলকাতা মোহামেডানে হয়ে খেলার কারণে জামাল ভূঁইয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের হয়ে খেলতে পারেননি। তবে দ্বিতীয় পর্বের জন্য নিবন্ধন করেই তিনি চলতি মাসের প্রথম সপ্তাহে পরিবারকে সময় দিকে ডেনমার্ক চলে যান।

কারণ করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাবার পর সরকার প্রথম দফা লকডাউন ঘোষণা করলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব কবে শুরু হবে তা নিয়ে অনিশ্চিত দেখা দেয়। সে কারণেই তিনি ডেনমার্ক চলে যান।

সুখবর হচ্ছে আগামী ৩০ এপ্রিল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব মাঠে গড়াতে যাচ্ছে। খসড়া ফিকশ্চার অনুযায়ী পরের দিনই সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের খেলা আছে। জামাল ভূঁইয়া ঢাকায় চলে আসায় দ্বিতীয় পর্বের শুরু থেকেই তাকে দল পাচ্ছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent