ইউরোপীয়ান আসর থেকে ছিটকে পড়ার শঙ্কায় আর্সেনাল

গোলরক্ষক বার্নাড লেনোর আত্মঘাতি গোলে এভারটনের কাছে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার ১-০ গোলে পরাজিত হয়ে আগামী মৌসুমে ইউরোপীয়ান আসর থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছে আর্সেনাল।

উভয় দলই আগামী মৌসুমে ইউরোপীয়ান প্রতিযোগিতায় জায়গা করে নেবার লক্ষ্যে মাঠে নেমেছিল। তাতে সফল হয়েছে কার্লো আনচেলত্তির দল। সাত ম্যাচে এটাই এভারটনের প্রথম জয়। জার্মান গোলরক্ষক লেনো ৭৯ মিনিটে রিচারলিসনের ক্রস থেকে নিজেদের জালে বল জড়ালে টফিসদের জয় নিশ্চিত হয়।

ম্যাচ চলাকালীন এমিরেটস স্টেডিয়ামের বাইরে গানার্স মালিক স্ট্যান ক্রোয়েনকের বিরুদ্ধে প্রায় দুই হাজার দর্শক প্রতিবাদ বিক্ষোভ করেছে। বিতর্কিত ইউরোপীয়ান সুপার লিগে আর্সেনাল খেলতে রাজী হওয়ায় ক্রোয়েনকের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে গানার্স সমর্থকরা।
এ জয়ে ৩২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে এভারটন প্রিমিয়ার লিগ টেবিলের অষ্টম স্থানে রযেছে।

১৯৯৬ সালের পর এটাই আর্সেনালের বিপক্ষে তাদের প্রথম লিগ জয়। শীর্ষ চারের অবস্থান থেকে তারা মাত্র তিন পয়েন্ট দূরে রযেছে। এদিকে নবম স্থানে থাকা আর্সেনাল শীর্ষ চারের থেকে ৯ পয়েন্ট পিছিয়ে রয়েছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent