কৃষ্ণাসহ পাঁচ নারী ফুটবলার করোনাক্রান্ত

Krishna Rani Sarkar

করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় নারী দলের ফুটবলার কৃষ্ণা রানী সরকার, মণিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, আনাই মগিনি ও নিলুফা ইয়াসমিন নীলা। হালকা উপসর্গ থাকলেও তাঁদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। বর্তমানে ফুটবল ফেডারেশনের আবাসিক ক্যাম্পে চিকিৎসাধীন আছেন তাঁরা। চারজনকেই আইসোলেশনে রাখা হয়েছে।

করোনার কারণে মেয়েদের লিগ স্থগিত করা হয়েছে ৫ এপ্রিল। এই ফুটবলারদের সবাই এবার খেলেছেন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে। দেশে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং সরকার সারা দেশে লকডাউন ঘোষণা দেওয়ায় বসুন্ধরা কিংস তাদের ক্যাম্প বন্ধ করে দিয়েছে। এবারের মৌসুমে বসুন্ধরা কিংসে খেলছেন জাতীয় দলের ২১ ফুটবলার। বসুন্ধরা কিংস ক্যাম্প বন্ধ করায় এই মেয়েদের সবাইকে বাফুফে ভবনে আনা হয়। রুটিনমাফিক তাঁদের করোনা পরীক্ষা করানো হচ্ছে। সেই পরীক্ষা থেকেই কৃষ্ণাদের করোনা ধরা পড়ে।

জাতীয় দলের কোচ গোলাম রব্বানী বলেন, ‘আমরা মেয়েদের বাফুফের ক্যাম্পে আনার পরপরই কোভিড টেস্ট করিয়েছি। করোনায় আক্রান্ত কৃষ্ণা, নীলা, মণিকা আর ঋতুকে আইসোলেশনে রাখা হয়েছে। যদিও সবাই ভালোই আছে। নিয়মিত চিকিৎসা করানো হচ্ছে। ওদের আরেক দফা টেস্ট করানোর প্রক্রিয়া চলছে আমাদের।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent